জনগণের চিন্তায় নির্ঘুম কিম

বিভিন্ন বিষয়ে অকপট স্বীকারোক্তির জন্য খ্যাতি রয়েছে উত্তর কোরিয়ার তরুণ প্রেসিডেন্ট কিম জন উংয়ের। গত সপ্তাহে অনুষ্ঠানে তিনি বলেছেন, উত্তর কোরিয়ার জনগণ কখনও ঐশ্বর্যময় জীবনযাপন করেনি। তাদের দুঃখের কথা চিন্তা করে তিনি রাতে ঘুমাতে পারেন না।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, শুক্রবার উত্তর কোরিয়ার গবাদি শিল্পের উন্নয়নের বিষয়ে নিজের একটি গবেষণাপত্রের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
কিম বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে উত্তর কোরিয়ার জনগনের জীবনযাত্রার মান দ্রুত উন্নয়ন করা।’
দেশের খাদ্য সংকট দূর করার উপায় হিসেবে তিনি বলেন, দীর্ঘ মেয়াদে উত্তর কোরিয়ার খাদ্য সংকট দূর করতে পশু ও মৎস প্রজনন শিল্পের উন্নয়ন করতে হবে।



মন্তব্য চালু নেই