মে মাসে চীন সফরে যাবেন মোদি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলতি বছরের মে মাসে চীন সফরে যাবেন। রোববার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
রোববার চার দিনের সফরে বেইজিং পৌঁছান তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফর শুরর এক সপ্তাহ পর এ সফর শুরু করেছেন তিনি। এ সফরে তার সঙ্গে রয়েছেন ভারতের নতুন পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর।
সফরের প্রথম দিনে বেইজিংয়ে প্রবাসী ভারতীয়দেরেএক সমাবেশে ভাষণ দেয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন সুষমা। তিনি ভারতীয় সাংবাদিকদের বলেন,‘মোদিজি মে মাসে চীন সফরে আসছেন। আমি আজকেই চীন সরকারকে তার সফরের নির্দিষ্ট তারিখ জানিয়ে দেব।’ তিনি মোদির সফরকে প্রস্তুতিমূলক সফর হিসেবে উল্লেখ করেছেন।
গত বছর সেপ্টেম্বর মাসে ভারত সফর করেছিলেন চীনা প্রেসিডেন্ট ঝি শিনপিং।
মোদির বেইজিং সফরের মধ্য দিয়ে ভারত-চীন সম্পর্ক আরো জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে।
বেইজিংয়ে রাশিয়া-ভারত-চীনের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে যোগ দিতে চীন সফরে রয়েছেন সুষমা স্বরাজ। রোববার তার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উইয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। সোমবার তিনি প্রেসিডেন্ট শিনপিংয়ের সঙ্গে দেখা করবেন বলে এনডিটিভি জানিয়েছে। প্রটোকল ভেঙে চীনা প্রেসিডেন্ট ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করছেন। সাধারণত: তিনি সফররত মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেন না।



মন্তব্য চালু নেই