৪৪ পুলিশের মৃত্যুতে শোকসন্তপ্ত ফিলিপাইন
ইসলামিপন্থী বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে নিহত ৪৪ পুলিসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে দ্বীপরাষ্ট্র ফিলিপাইন। ২৯ জানুয়ারি বৃহস্পতিবার মরদেহগুলো রাজধানী ম্যানিলায় নেয়া হয়েছে। ৩০ জানুয়ারি শুক্রবার রাষ্ট্রপতি বেনিগনো একুইনোর উপস্থিতি রাষ্ট্রীয় মর্যাদায় তাদের দাফন সম্পন্ন করা হবে। এদিন সারাদেশের সকল সরকারী ও সামরিক দপ্তরে জাতীয় পতাকা শোকে অর্ধনমিত রাখা হবে।
২৫ জানুয়ারি রোববার ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ মাগুইনদানাও-এ দু’জন সন্ত্রাসীর খোঁজে পুলিশ তল্লাশি অভিযান পরিচালনাকালে দেশটির সশস্ত্র সংগঠন মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট (মিলফ) তাদের অতর্কিত হামলা চালায়। দীর্ঘদিন ধরেই ফিলিপাইনীয় প্রশাসনের সঙ্গে সংঘাতে লিপ্ত ছিল মিলফ। অবশেষে সহিংসতা রোধকল্পে গত বছর একটি দ্বিপাক্ষিক শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
মন্তব্য চালু নেই