হত্যা করা হয়েছে দুই জাপানিকে?

ইসলামিক স্টেটের (আইএস) হাতে জিম্মি দুই জাপানি নাগরিককে হত্যা করা হয়েছে। শনিবার একটি অসমর্থিত টুইটার বার্তার বরাত দিয়ে বার্তা সংস্থা সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার এক ভিডিও বার্তায় ফ্রিল্যান্স সাংবাদিক কেনজি গোটো জোগো ও হারুনা ইয়ুকাওয়াকে আটকের কথায় জানায় আইএস। এসময় তাদের মুক্তিপণ হিসেবে ২০ কোটি ডলার দাবি করা হয়। আর এর জন্য সময় বেঁধে দেয়া হয় ৭২ ঘন্টা।

বার্তা সংস্থা সিএনএন জানিয়েছে, শুক্রবার দুপুর ২টা ৫০ মিনিটে এ সময়শেষহয়েছে। সংবাদমাধ্যটি আরও জানিয়েছে, জাপানি একটি টেলিভিশন চ্যানেলকে আইএসের মুখপাত্র জানিয়েছে শিগগিরই তারা এ ব্যাপারে বিবৃতি দেবে। তবে এখনও ওই বিবৃতি হাতে আসেনি।

এর আগে, প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছিলেন, জিম্মি দুই জাপানি নাগরিকের জীবনের মূল্য অনেক বেশি। তবে তার সরকার সন্ত্রাসের কাছে মাথা নোয়াবে না। জিম্মিদের উদ্ধারে মুক্তিপণ দেয়া হবে কিনা সে ব্যাপারেও কিছু জানায়নি জাপানি কর্মকর্তারা।



মন্তব্য চালু নেই