৭০ বছরে সন্তান : মায়ের স্বপ্ন ছেলের বিয়েতে নতুন শাড়ি পরে নাচার

জীবনের পড়ন্ত বেলা বললে ভুল হয় না। ৭০ বছর। না, তাকে বৃদ্ধা বলার কোনো কারণ নেই। এই বয়সে যমজ সন্তানের জন্ম দিয়ে গণমাধ্যমের খবর হয়েছিলেন উত্তর প্রদেশের এক নারী।

এরই মধ্যে কেটে গেছে ছয়টি বছর। এখন কেমন আছেন সেই যমজ সন্তানের মা? অবশ্য সেই মায়ের নামটি আগে বলে নেওয়া যাক। তার নাম ওমকারি সিং। অনেকের হয়তো মনে থাকার কথা।

ওমকারি সিং জানালেন, এখন কীভাবে যে সময় কেটে যায় বুঝতেই পারি না। আর পাঁচজন মায়ের মতো ছেলেকে নিয়ে বড় স্বপ্ন দেখেন ওমকারি। তবে ছেলের বয়স এখন মাত্র ছয় বছর। ছেলের নাম আকাশবানি। দুঃখের বিষয়, ওমকারি সিংয়ের মেয়েটি চার বছর বয়সে ২০১২ সালে মারা যায়।

ওমকারির বয়স এখন ৭৬ বছর। স্বামী চরণ সিংয়ের বয়স ৮৯ বছর।। ওমকারির দুচোখ ভরা স্বপ্ন- মৃত্যুর আগে ছেলের বিয়ে দেবেন, আর সেই বিয়ের অনুষ্ঠানে নতুন শাড়ি পরে নাচবেন তিনি। তবে তার আগে ছেলে বড় চাকরি করুক সেটিই তার চাওয়া।

ওমকারি আরো জানান, ৭০ বছর বয়সে মা হওয়ায় সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল তাকে। তবে সমালোচনার পরও কিছু নারী তাকে সে সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। তার ইচ্ছা, মৃত্যুর আগেই যেন তিনি তার এ সন্তানের বিয়ে দেখে যেতে পারেন।

তথ্যসূত্র : জি নিউজ অনলাইন।



মন্তব্য চালু নেই