হান্নান শাহ হাসপাতালে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার রাত ১টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সম্মিলিত সামরিক হাসপাতাল ভর্তি করা হয়। তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন।
এদিকে হান্নান শাহ আশু রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন তার পরিবারের সদস্যরা।
মন্তব্য চালু নেই