সৌদি বাদশার মৃত্যুতে আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুলআজিজের মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।

সৌদি আরবের মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে শোক জানাতে রাষ্ট্রপতি আবদুল হামিদ এদিন সৌদি আরব যাচ্ছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা।

শুক্রবার তিনি জানান, রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসাবে শনিবার সারা দেশে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্থনমিত রাখা হবে।

একইসঙ্গে ধর্মীয় উপাসনালয়ে দোয়ার আয়োজন করা হবে। তবে স্বাভাবিক কার্যক্রম চলবে অফিস-আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানে।

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে অসুস্থ সৌদি বাদশাহ আব্দুল্লাহ চিকিৎসাধীন অবস্থায় মারা যানন। শুক্রবার ভোরে এক সরকারি ঘোষণায় তার মৃত্যুর খবর জানানো হয়।

বাদশাহ ফাহদের মৃত্যুর পর ২০০৫ সাল থেকে তিনি আরবের তেলসমৃদ্ধ এই দেশটি শাসন করে আসছিলেন। আবদুলআজিজের মৃত্যুর পর নতুন বাদশাহ হয়েছেন তার সৎভাই সালমান বিন আবদুলআজিজ।



মন্তব্য চালু নেই