বিছানা ভিজিয়ে ফেলায় শিশুদের গোপনাঙ্গে ছ্যাঁকা

ভারতে ভোপাল শহরের একটি সরকার-অনুমোদিত আশ্রয়কেন্দ্রে বাচ্চা মেয়েদের বিছানা ভিজিয়ে ফেলা আটকাতে তাদের গোপনাঙ্গে নিয়মিত ছ্যাঁকা দেওয়া হত বলে জানা গেছে।

ওই হোমের বাসিন্দা একটি পাঁচ বছরের বাচ্চা মেয়ের মায়ের করা অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানকারীরা সেখানে গিয়ে এই ঘটনার প্রমাণ পেয়েছেন।

সেখানে আরও অনেক মেয়েই জানিয়েছে তাদেরও একই অভিজ্ঞতা হয়েছে।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে ওই আশ্রয়কেন্দ্রের কেয়ারটেকার মহিলাকে আটক করে তার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।

হোমের সুপার, কলাবতী নামে এক মহিলাকেও পুলিশ আজ গ্রেফতার করেছে।

ভারতে শিশুদের জন্য সরকারি বা সরকার-অনুমোদিত আবাসগুলোতেও তাদের ওপর নানা ধরনের নির্যাতন চালানোর খবর প্রায়ই সামনে আসে, কিন্তু তারপরেও ভোপালে লাডলি নামের হোমটিতে বাচ্চা মেয়েদের সঙ্গে যা ঘটেছে তা একেবারে শিউড়ে দেওয়ার মতো।

কোনও কারণে যে অসহায় বা দু:স্থ মেয়েরা নিজের পরিবারের সঙ্গে থাকতে পারছে না, তাদের জন্য তৈরি ওই হোমটিতেই ছিল সাত ও পাঁচ বছর বয়সী দুই বোন।

এ মাসের গোড়ায় তারা আবার নিজের মায়ের কাছে ফিরে যায়, আর সেই মা একদিন ছোট মেয়েটিকে স্নান করাতে গিয়ে আবিষ্কার করেন তার গোপনাঙ্গে ছ্যাঁকা দেওয়ার দাগ।

পুলিশের কাছে ও সরকারি শিশুকল্যাণ বিভাগে তার করা অভিযোগের ভিত্তিতেই ওই হোমের নৃশংস রীতির কথা সামনে এসেছে। বিবিসি



মন্তব্য চালু নেই