পুঁচকে ব্রুস লি (দেখুন ভিডিও)

বয়স মোটে চার। এর মধ্যেই রপ্ত করে ফেলেছে নানচাকুর কসরত। তাও আবার দুই হাতে দ্রুত গতিতে হুবহু কিংবদন্তির মার্শাল আর্ট শিল্পী ব্রুস লির মতো করে। ইউটিউবে এই চীনা শিশুর নানচাকুর কসরতের ভিডিও রীতিমতো ঝড় তুলেছে। ভিডিওতে দেখা যায়, বাড়ির ড্রংয়িংরুমের টেলিভিশনের পর্দায় ব্রুসলির সিনেমা চলছে। আর ব্রুসলির সেই নানচাকু অ্যাকশনের মতো করে শিশুটি টেলিভিশনের পাশে নানচাকুর কসরত দেখাচ্ছে।
শিশুটির নানচাকু নিয়ে অ্যাকশনের কলাকৌশল ও ক্ষীপ্রতা দেখে ইউটিউবে অনেকেই মন্তব্য করেছেন, এই শিশু হবে চীনের ভবিষ্যত মার্শাল আর্ট শিল্পী।
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=AGeey-GJxbM
































মন্তব্য চালু নেই