লতিফ সিদ্দিকীকে মুক্তি দিতে সরকারকে নোটিশ

​সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে মুক্তি দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারকে লিগ্যাল নোটিশ দিয়েছেন তার স্ত্রী লায়লা সিদ্দিকী।

রোববার লায়লা সিদ্দিকীর পক্ষে তার আইনজীবী জোতির্ময় বড়ুয়া সরকারকে এই নোটিশ দেন।

এতে আগামী সাত দিনের মধ্যে লতিফ সিদ্দিকীকে মুক্তি দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। অন্যথায় এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

সরকারের আইন ও স্বরাষ্ট্র সচিব, আইজিপি, প্রধান কারারক্ষকসহ আটজনকে এ নোটিশ দেয়া হয়েছে।



মন্তব্য চালু নেই