বিএনপির টার্গেট ১৯ জানুয়ারি

১৯ জানুয়ারিকে টার্গেট করে এগুচ্ছে বিএনপি। ওই দিন রাজধানীতে বড় ধরনের জনসভা করার প্রস্তুতি নিচ্ছে বিএনপি ও জোটের শরিকরা। এ সময় পর্যন্ত চলমান অবরোধ কর্মসূচি চালিয়ে যাবে ২০ দলীয় জোট। খালেদা জিয়াও গুলশানের রাজনৈতিক কার্যালয় ছেড়ে যাবেন না। তিনি ১৯ জানুয়ারি জনসভা করেই বাসায় ফিরবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

সুত্র জানায়, মধ্যবর্তী নির্বাচনের জন্য সরকারকে বাধ্য করতে অবরোধ কর্মসূচি চালিয়ে যাবে বিএনপি। তবে ঢাকায় বড় ধরনের লোক সমাগমের জন্য নয়া পল্টনের দলীয় কার্যালয়ের সামনে জনসভা করার সিদ্ধান্ত নিয়েছে জোটটি। তাই দ্বিতীয় পর্বের ইজতেমা শেষ হবে ১৮ জানুয়ারি। এর পরদিন ১৯ জানুয়ারি জনসভা করার জন্য ব্যাপক প্রস্তুতি চালাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় ও জোটের শীর্ষ নেতারা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিশ্ব ইজতেমা শেষে সরকারবিরোধী আন্দোলনের কঠোরতা আরও বাড়াবে। বাড়বে আন্দোলনের গতি। পাল্টাবে ধরন ও কৌশল।

তিনি বলেন, ১৯ জানুয়ারি জনসভা করার প্রস্তুতি চলছে। ওই দিন জনসভায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধান অতিথির বক্তব্য রাখবেন।



মন্তব্য চালু নেই