জন্মদাতা পিতা কর্তৃক কন্যাকে যৌন নির্যাতন, অবশেষে লম্পট পিতার শাস্তি ( ভিডিও )
উন্নত দেশগুলোতে মাঝে মাঝে এমন বিকৃতমনা মানুষের দেখা মেলে সংবাদপত্রের পাতায়। স্বল্পোন্নত দেশগুলোতেও যে এমনটি হয় না তাও নয়। তবে উদীয়মান অর্থনীতির দেশ চীন, তাইওয়ানে ইদানিং এ সমস্ত সংবাদ একটু বেশী শোনা যায়। গত বছর তাইওয়ান এর উওর পূর্বাঞ্চলীয় শহর হেঞ্চুর এমন একটি ঘটনা বেশ আলোড়ন তোলে সর্বত্র।
২৬ বছর বয়সী এক স্কুল শিক্ষিকা অভিযোগ তোলে তার পিতার বিরুদ্ধে যৌন নির্যাতনের। তার অভিযোগ অনুযায়ী তার যখন ১৪ বছর বয়স তখন তার পিতা তাকে এই নির্যাতন চালাত। তিনি যখন ঘুমাতেন তার পিতা তার স্পর্শকাতর অংগগুলো নাড়াচাড়া করত। তার বয়স ১২ বছর হলে এই মাত্রা আরো বেড়ে যায়। তার বাবা তার গোছলের সময় সম্পূর্ন নগ্ন হয়ে তার সঙ্গে গোছলখানায় প্রবেশ করত। এক পর্যায়ে তার হাত নিয়ে তার বাবা তাকে বাধ্য করত তার গোপনাংগ ম্যাসাজ করতে। এভাবে দিনের পর দিন এই অত্যাচার চলে তার উপর।
দিনের পর দিন মানসিক যন্ত্রনায় ভুগে এক পর্যায়ে উক্ত শিক্ষিকা কাউন্সিলরের কাছে যায় মানসিক যন্তনা থেকে মুক্তি পেতে। কাউন্সিলরের পরামর্শে তিনি পুলিশে অভিযোগ দেন।
তার পিতা সকল অভিযোগ অস্বীকার করেছে। তার বক্তব্য অনুযায়ী তার মেয়ের স্মৃতিশক্তি লোপ পেয়েছে এবং ঘটনাটি মেয়ের ৭ বছর বয়সের সময়কার। তিনি নাকি তাকে ঐ সময় যৌন শিক্ষা দেয়ার চেষ্টা করেছিলেন।
তবে ঐ পিতার বক্তব্য আদালত আমলে না নিয়ে তাকে অভিযুক্ত করে ৫ বছরের কারাদন্ড প্রদান করে।
এনিমেটেড ভিডিওতে দেখুন পুরা ঘটনা
https://www.youtube.com/watch?v=iUe09ZFm0OU
মন্তব্য চালু নেই