মার্কিন দূতাবাসে আলকায়েদা নেতার মৃত্যু

১৯৯৮ সালে আফ্রিকায় মার্কিন দূতাবাসে বোমা হামলায় জড়িত হিসেবে অভিযোগ ওঠা আল কায়েদা নেতা আবু আনাস আল লিবি মারা গেছেন। শুক্রবার লিভার ক্যান্সারে আক্রান্ত লিবির মৃত্যু হয়। বোমা হামলার ঘটনায় চলতি মাসে নিউইয়র্কে তার বিচার শুরুর কথা ছিল।

লিবির আসল নাম নাজিহ আব্দুল হামিদ আল রুকাই। ২০১৩ সালে লিবিয়ার ত্রিপোলিতে অভিযান চালয়ে তাকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্র। ১৯৯৮ সালে আফ্রিকায় মার্কিন দূতাবাসে বোমা হামলায় জড়িতের ঘটনায় আগামি ১২ জানুয়ারি তার বিচার শুরুর কথা ছিল। ওই ঘটনায় কেনিয়া ও তানজানিয়ায় ২২০ জন নিহত হয়েছিল।

২০১৩ সালে গ্রেপ্তারের আগে এক যুগ ধরে লিবি ছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড তালিকায়। তাকে ধরিয়ে দিতে ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছিল।



মন্তব্য চালু নেই