রাজধানীতে ম্যানহোলে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

গেল বছরের একেবারে শেষভাগে এসে শাহজাহানপুর রেলওয়ে কলোনির পরিত্যক্ত একটি গভীর পাইপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই এবার রাজধানীর মানিকনগরে ম্যানহোলের ভেতর পড়ে বিষাক্ত গ্যাসে মৃত্যু হয়েছে দুই শ্রমিকের। জিহাদের ঘটনার ঠিক এক সপ্তাহ পরে নতুন বছরের দ্বিতীয় দিন বিকেলেই ঘটলো এ ঘটনা।

নিহত দুই শ্রমিক হলেন- দিলা মিয়া (৬০) ও নুরু মিয়া (৬০)।

শুক্রবার বিকেলের দিকে মানিকনগর মডেল স্কুলের পাশে একটি ম্যানহোলে কাজ করতে গিয়ে পড়ে যান দিলা ও নুরু। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ দুজনকে উদ্ধার করতে গিয়ে আরো একজন আহত হন। আহত ব্যক্তি বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।



মন্তব্য চালু নেই