ক্রিসমাসের ছুটিতে কি করছেন বলিউড তারকা

ছুটির ঘণ্টা যেন বেজে উঠল। ব্যাগ গুছিয়ে সব বলিউড সুপারস্টাররা প্রস্তুত। বছরের শেষের দিনগুলো পরিবারের সাথে একান্তে কাঁটাতে সব তারকারা ইতোমধ্যেই নিজেদের পছন্দের দেশের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। তবে চলুন দেখে নিই, কোন কোন তারকারা কোথায় গিয়েছেন এবং কি করছেন?

অনিল কাপুরের জন্য ক্রিসমাস বরাবরই স্পেশাল। কেননা ক্রিসমাসের সাথে সাথে একই মাসে এই তারকার জন্মদিন। আর এবারের জন্মদিন আর ক্রিসমাস উদযাপনে পুরো পরিবারকে সাথে নিয়ে অনিল দুবাই যান। দেখুন দুবাইয়ে পুরো পরিবারে সাথে অনিল কাপুর।

বছর তো শেষ হতে চলল। কাজেই নতুন বছরে গত বছরের চাইতেও দ্বিগুণ উৎসাহ নিয়ে কাজ শুরু করার প্রয়াস নিয়ে দেশের বাইরে ভ্রমনে বের হয়ে পড়লেন দীপিকা। এবার সবসময়ের পছন্দের দেশ মালদ্বীপের উদ্দেশ্যেই রওনা হন। দেখুন মালদ্বীপ পৌঁছেই এই ছবিগুলো টুইটার একাউন্টে আপলোড করেন দিপীকা।

এই দেখুন ক্যাটরিনাও লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছেন। লন্ডন এয়ারপোর্টে দুই ভক্তের সাথে রণবীরের বর্তমান প্রেমিকা।

বলিউড বাদশা শাহরুখ খান তার পুরো পরিবার নিয়ে ইতোমধ্যেই দুবাই পৌঁছে গেছেন। তবে আরিয়ান যিনি কিনা পড়াশোনার জন্য লন্ডনে অবস্থান করছেন সে সরাসরি লন্ডন থেকে দুবাইয়ে আসবেন।



মন্তব্য চালু নেই