প্রেমিকাকে খুন করায় পর্নো তারকার জেল

প্রেমিকাকে খুন করার দায়ে কানাডার এক পর্নো তারকার কারাদ- হয়েছে। ২০১২ সালে প্রেমিকার শরীর টুকরো টুকরো করে তাকে হত্যা করে এই পর্নো স্টার।

বুধবার বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

এই পর্নো অভিনেতার নাম লুকা ম্যাগনোত্তা। তিনি মানসিক অসুস্থ বলে আদালতে তথ্য-প্রমাণ দাখিল করলেও আদালত তা প্রত্যাখ্যান করেন এবং তাকে ২৫ বছর জেল দেন।

ম্যাগনোত্তা (৩২) স্বীকার করেন, তিনি ৩৩ বছর বয়সি জুন লিন নামে এক নারী শিক্ষার্থীকে হত্যা করেছেন। তার দেহের টুকরোগুলো ডাকের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দল এবং স্কুলে পাঠান তিনি। পরে জার্মানির বার্লিনে একটি সাইবারক্যাফে থেকে তাকে আটক করা হয়। প্যারিস পুলিশ জানায়, গ্রেফতার হওয়ার আগে তিনি কানাডার মন্ট্রিল থেকে প্যারিসে আসেন।

এই মামলার তদন্তকারীরা জানিয়েছেন, অনলাইনে ম্যাগনোত্তার পোস্ট করা একটি ভিডিও পাওয়া গেছে। এটি জুন লিনকে হত্যার ভিডিও বলে মনে করছেন তারা।



মন্তব্য চালু নেই