আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহীম মারা গেছেন?
কিছু গণমাধ্যমের খবরে ভারতের মোস্ট ওয়ান্টেড আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহীম মারা গেছেন বলে গুজব ছড়িয়ে পড়েছে। সম্প্রতি পাকিস্তানের করাচিতে হার্ট অ্যাটাকের পর তাকে হাসপাতালে নেয়া হলে মারা যান বলে ভারতীয় কিছু গণমাধ্যমে বলা হচ্ছে।
তবে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদের ঘনিষ্ঠ সহযোগী ছোটা শাকিল দেশটির গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ভাই সুস্থ এবং সুন্দর আছেন।
পাক গণমাধ্যমের বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যম বলছে, হঠাৎ হার্ট অ্যাটাকের পর দাউদ ইব্রাহীমের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। বেশ কিছুদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।
করাচি থেকে টাইমস অব ইন্ডিয়াকে ছোটা শাকিল বলেন, দাউদ ইব্রাহীমের মৃত্যুর যে খবর গণমাধ্যমে এসেছে তার সবগুলোই মিথ্যা। আমার কণ্ঠ শুনে কী মনে হয় এ ধরনের ঘটনা ঘটতে পারে। সবকিছুই গুজব।
মন্তব্য চালু নেই