কাশ্মীরে সেনাক্যাম্পে জঙ্গি হামলায় ৩ সেনা নিহত

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে সেনাক্যাম্পে জঙ্গি হামলায় তিন সেনাসদস্য নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন সেনা কর্মকর্তা, বাকি দুজন জওয়ান। এ সময় গুলিতে মারা গেছে দুই জঙ্গিও।

আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কাশ্মীরের কুপওয়ারা জেলার সেনাক্যাম্পে এ হামলার ঘটনা ঘটে।

টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির খবরে বলা হয়েছে, পাকিস্তান-ভারত সীমান্তরেখার কাছাকাছি এই সেনাক্যাম্পে জঙ্গিরা অতর্কিতে হামলা চালায়। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে প্রায় চার ঘণ্টা গোলাগুলি চলে।

সেনা সূত্র জানিয়েছে, ওই এলাকায় তল্লাশি অভিযান চলছে।

গত বছর উরিতে এ ধরনের একটি হামলায় ১৯ সেনাসদস্য নিহত হয়েছিলেন। ওই হামলাকারীরা পাকিস্তান থেকে এসেছিল বলে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়। এ ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে।



মন্তব্য চালু নেই