নবীগঞ্জের ইনাতগঞ্জ বাজারে ২ দোকানে দু:সাহসিক চুরি
ছনি চৌধুরী, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ সাম্প্রতিককালে ব্যাপক হারে চুরি বৃদ্ধি পেয়েছে। গত কয়েক দিনের ব্যবধানে ৬/৭টি চুরির ঘটনা ঘটেছে। রাত পোহালেই কোন না কোন বাড়িতে চুরি সংঘটিত হওয়ার খবর পাওয়া যায়। দেখার যেন কেউ নেই।
গত মঙ্গলবার রাতে সংঘবদ্ধ চোরের দল ইনাতগঞ্জ বাজারের খাঁন ফার্মেসীর পেছনের টিনের বেড়া কেটে ভিতরে প্রবেশ করে ক্যাশ ভেঙ্গে নগদ ২৫হাজার টাকা ও পার্শ্ববর্তী দোকান আপন ষ্টোরের ক্যাশ ভেঙ্গে ২২ হাজার টাকা ও ২ কার্টুন সিগারেট নিয়ে যায়। নিয়ে যায়। এক রাতে ২ দোকানে চুরর সংঘটিত হওয়ায় বাজারের অন্য ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে। চুরি সংঘটিত হওয়ার কারন হিসেবে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ীর পুলিশি টহল ব্যবস্থার দুর্বলতাকেই দায়ী করছেন এলাকাবাসী।
মন্তব্য চালু নেই