আসাদের কাছে আরো রাসায়নিক অস্ত্র রয়েছে, ইসরায়েলের দাবি
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের কাছে আরো বেশ কয়েক টন রাসায়নিক অস্ত্র রয়েছে। গত বুধবার রয়টার্সকে সেনাবাহিনীর একজন উর্ধ্বতন কর্মকর্তা জানান। অন্যসব দেশের মতো ইসরায়েল রাসায়নিক হামলার জন্য আসাদকে দোষারোপ করে আসছে। ফরাসী পররাষ্ট্রমন্ত্রী জাঁ মার্ক আয়রল্ট জানান, কয়েকদিনের মধ্যে ফ্রান্সের গোয়েন্দা সংস্থা আসাদের বিরুদ্ধে সকল প্রমাণ জোগাড় করবে।
ইসরায়েলের সেনা কর্মকর্তা জানান, আসাদের সৈন্যদলের কাছে আরো কয়েক টন রাসায়নিক অস্ত্র আছে। তারা ধারণা করছেন এটা ৩ টন পর্যন্ত হতে পারে।
২০১৩ সালে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্যোগে করা এক চুক্তিতে সিরিয়া তাদের কাছে মজুদ করা রাসায়নিক অস্ত্র ধ্বংসে সম্মত হয়। গত ৪ এপ্রিল সিরিয়ার ইদলিবে সারিনের মতো বিষাক্ত রাসায়নিক পদার্থ প্রয়োগ করায় বহু মানুষের মৃত্যু হয়। সিরিয়া এই হামলার দায় অস্বীকার করেছে।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী আভিগদোর লিবারম্যান জানান, তিনি শতভাগ নিশ্চিত আসাদের নির্দেশে এই হামলা করা হয়। অন্যদিকে আসাদ জানান তিনি ২০১৩ সালেই সকল অস্ত্র ধ্বংস করেছেন। সূত্র-রয়টার্স
মন্তব্য চালু নেই