বিমানের ভয়াবহ কাঁপুনিতে যাত্রীদের হৃদকম্পন
আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান মধ্য আকাশে ভয়াবহ হাঙ্গামার কবলে পড়েছিল।
বিমানটি প্রায় ৪৫ মিনিট যাবৎ নজিরবিহীন কাঁপুনির শিকার হয়। এতে যাত্রীদের হৃদয়েও কাঁপন ধরে।
ভয়াবহ কম্পনে কয়েকজন যাত্রী অসুস্থ হয়ে পড়লে তাদেরকে চিকিৎসা দিতে হয়।
এ ঘটনায় ভিডিও ধারণ করেছেন ওই বিমানটিরই একজন যাত্রী।
মার্ক স্ট্যানলি নামের টেক্সাসের এক যাত্রী জানান, হঠাৎ করে কাঁপুনি শুরু হয় এবং খাবার ও প্লেটসহ নানা জিনিসপত্র ছিটকে পড়তে শুরু করে।
ইউটিউবে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, খাদ্য ও পানীয় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সিউল থেকে যাত্রা শুরুর পর পরই বিমানটতে ভয়াবহ কাঁপুনির শুরু হয়।
বোয়িং ৭৭৭-২০০ মডেলের বিমানটি সিউল থেকে ডালাস-ফোর্ট ওয়ার্থে যাচ্ছিল। এ সময় বিমানটিতে ২৪০ জন যাত্রী ও ১৫ জন ক্রু ছিল।
পরিস্থিতির ভয়াবহতা আঁচ করতে পেরে জাপানের টোকিওতে জরুরি অবতরণ করতে বাধ্য হয় বিমানটি।
অবতরণের পর ১৪ জন যাত্রী ও ক্রুকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিতে হয়েছে। কিন্তু কারো জীবন সংকটের আশঙ্কা নেই।
মন্তব্য চালু নেই