ঘুষের দায়ে বিচারের সম্মুখীন স্যামসাং প্রধান
দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাংয়ের প্রধান নির্বাহী লি জে ইয়ংকে ঘুষ প্রদানের দায়ে বিচারের সম্মুখীন করা হয়েছে।
দেশটিতে প্রেসিডেন্ট পার্ক জিওন হাই এর অভিশংসনের সঙ্গেও লির এই বড়ধরণের কেলেঙ্কারিকে একীভূত করে দেখা হচ্ছে।
পার্কের এক বন্ধুর পরিচালিত একটি অলাভজনক ফাউন্ডেশনকে সরকারী অনুগ্রহের আশায় অনুদান দেয়ার ব্যাপারে অভিযোগ উঠেছে স্যামসাংয়ের বিরুদ্ধে।
তবে লিসহ বিচারের অধীনে থাকা স্যামসাংয়ের অপর চার ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই অন্যায়কে শুরু থেকেই অস্বীকার করে আসছে।
যদিও প্রথম দিনের শুনানিতে লি রাজধানী সিউলের আদালতে হাজির ছিলেন না। তার বিরুদ্ধে এই ঘুষ কেলেঙ্কারির বিচার বেশ কয়েক মাস ধরে চলতে পারে বলে ধারণা করছেন দেশটির কর্মকর্তারা।
সূত্র: বিবিসি
মন্তব্য চালু নেই