মার্কিন জাহাজকে পিছু হটতে বাধ্য করল ইরান

ইরানের নৌ বাহিনীর বাধার কারণে হরমুজ প্রণালী থেকে ইঙ্গ-মার্কিন যুদ্ধজাহাজ পিছু হটতে বাধ্য হয়েছে। খবর বিবিসির।

ধারণা করা হচ্ছে, ইরানিয়ান জাহাজগুলো দেশটির রেভ্যুলেশনারি গার্ডের মাধ্যমেই পরিচালিত।

পিছু হটার সময় মার্কিন জাহাজের পাশে ছিল ব্রিটিশ রয়্যাল নেভির ৩টি জাহাজ।

একজন মার্কিন কর্মকর্তা সাংবাদিকদের জানান, ইরানের জাহাজ তাদের জাহাজগুলোর বিপরীতে অবস্থান নেয়ার চেষ্টা করছিল।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন নৌবাহিনীর এক সদস্যের বরাত দিয়ে বিবিসি জানায়, নিয়মিত কাজের অংশ হিসেবে জাহাজগুলো টহল দিচ্ছিল। এর মধ্যে মার্কিন জাহাজটি ছিল উন্নত রাডার ব্যবস্থা ও আধুনিক যন্ত্রপাতিতে সজ্জিত।

এর সাহায্যে মিসাইল উৎক্ষেপণসহ নানা ধরনের বৈজ্ঞানিক গবেষণার কাজ করা হয়।

তবে এ জাহাজের নজরদারির মাধ্যমে ইরানের মিসাইল উৎক্ষেপণের বিষয়ে তথ্য উদ্ধারের চেষ্টা চলছিল বলেই অভিযোগ উঠেছে।

এর আগে ফেব্রুয়ারিতে ইরান মধ্যম পাল্লার ব্যালাস্টিক মিসাইল পরীক্ষা করে।

জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের শর্ত ভঙ্গ করে তারা এ পরীক্ষা চালায় বলে অভিযোগ পেন্টাগনের।



মন্তব্য চালু নেই