‘সর্বশক্তি দিয়ে উত্তর কোরিয়াকে মোকাবিলা করতে তৈরি জাপান’

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে জাপান। উত্তর কোরিয়ার উত্তর পিয়নগন প্রদেশ থেকে চারটি ক্ষেপণাস্ত্র ছোড়ে সে দেশের সামরিক বাহিনী। চারটিই এসে পড়ে প্রায় ১ হাজার কিলোমিটার দূরে জাপান সাগরে। জাপানের উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত এলাকা সে দেশের ‘বিশেষ অর্থনৈতিক অঞ্চল’। তার মধ্যেই ক্ষেপণাস্ত্র পড়ায় ক্ষোভ বেড়েছে জাপানের। তীব্র অসন্তোষ জানিয়েছে আমেরিকাও।

কয়েক সপ্তাহ আগে একই ভাবে জাপান সাগরে এসে পড়েছিল উত্তর কোরিয়ার নয়া পুকগুকসং-২ ক্ষেপণাস্ত্র।

কূটনীতিকদের মতে, উত্তর কোরিয়ার শাসক কিম জং উন শক্তি প্রদর্শন করতে চাইছেন। ফলে বার বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছেন তিনি। তা ছাড়া সম্প্রতি মালয়েশিয়ার বিমানবন্দরে তাঁর সৎ ভাই কিম জং নামের খুনের পিছনেও উত্তর কোরীয় শাসকেরই হাত রয়েছে বলে ধারণা কূটনীতিকদের। নাম উত্তর কোরিয়ার একনায়কতন্ত্রের কট্টর সমালোচক ছিলেন। এ ভাবে কিম গোটা বিশ্বকে ফের কড়া বার্তা দিতে চাইছেন বলেই মনে করা হচ্ছে।

জাপানি পার্লামেন্টে সে দেশের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেন, ‘‘রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে গৃহীত প্রস্তাব ভেঙে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া। ’’ আমেরিকা জানিয়েছে, প্রয়োজনে তারা সর্বশক্তি দিয়ে উত্তর কোরিয়ার মোকাবিলা করতে তৈরি।



মন্তব্য চালু নেই