নয়াদিল্লি গেলেন রাষ্ট্রপতি

ছয় দিনের সফরে নয়াদিল্লি গেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

বৃহস্পতিবার সকালে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আমন্ত্রণে সে দেশে যাচ্ছেন আবদুল হামিদ। রাষ্ট্রপতির সঙ্গে তার স্ত্রী রাশিদা খানম রয়েছেন। এ ছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

রাষ্ট্রপতিকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট সকাল ১০টা ৪৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

রাষ্ট্রপতি আবদুল হামিদ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতের রাষ্ট্রপতি ভবনে সে দেশের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। পরে তিনি ভারতের রাষ্ট্রপতি আয়োজিত এক নৈশভোজে যোগ দেবেন। এ ছাড়াও আবদুল হামিদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক করবেন।

এ সফরকালে রাষ্ট্রপতির সঙ্গে ভারতের উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, রাজ্যসভার বিরোধীদলীয় নেতা গোলাম নবী আজাদ পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করবেন।

আগামী ২৩ ডিসেম্বর রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।



মন্তব্য চালু নেই