রুশ বিতর্কে পদ ছাড়লেন অ্যাটর্নি জেনারেল

রুশ সংশ্লিষ্টতার অভিযোগে এবার পদ ছাড়লেন মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশন্স।

এর আগে একই অভিযোগে পেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনও পদত্যাগে বাধ্য হয়েছিলেন। খবর বিবিসির।

নির্বাচনী প্রচারের সময় অ্যাটর্নি জেনারেল জেফ সেশন্স রুশ রাষ্ট্রদূতের সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেছিলেন। তবে এ তথ্য তিনি সিনেট শুনানিতে গোপন রাখেন।

মার্কিন জাস্টিস ডিপার্টমেন্টের পক্ষ থেকে সেশন্সের বিরুদ্ধে এ অভিযোগ আনার পরপরই তার পদত্যাগ দাবি করে ডেমোক্রেটরা। তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ সেশন্স অস্বীকার করেছেন।

মার্কিন জাস্টিস ডিপার্টমেন্ট জানায়, গত বছর অ্যালাবামার সিনেটর ও সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির সদস্য হিসেবে সেশন্স যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতের সঙ্গে অন্তত দু’বার বৈঠকে মিলিত হন।



মন্তব্য চালু নেই