‘চুমু খেলে কেউ গর্ভবতী হয় না, আমিও হইনি’
সম্প্রতি বিগ বস ৮-এর মডেল ডায়ান্ড্রা সোয়ার্স গর্ভবতী হওয়ার গুজব ছড়িয়ে পড়েছে। তবে এ গুজবে বিষয়ে প্রশ্ন করলে জবাবে সোয়ার্স জানান, চুমু খেলে কেউ গর্ভবতী হয় না। আর তাই তিনি গর্ভবতী নন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে আইএএনএস।
গর্ভবতী হওয়ার গুজবকে একপ্রকার উড়িয়েই দিয়েছেন সোয়ার্স। তিনি বিগ বস ৮-এর একজন উল্লেখযোগ্য প্রতিযোগী। রবিবারের ভোটেও তাই উঠে এসেছে।
৩৫ বছর বয়সী সোয়ার্সকে সম্প্রতি বিগ বসের শোতে সারাক্ষণ শুয়ে থাকতে দেখা গেছে। তার দুর্বল স্বাস্থ্যের জন্য সম্প্রতি একবার হাসপাতাল থেকেও চেকআপ করে আসতে হয়েছে। আর এ কারণেই অনেকে তিনি গর্ভবতী বলে প্রচার করে।
এ প্রশ্ন করা হলে সোয়ার্স বলেন, ‘আমি গর্ভবতী নই।’
‘আমাকে হাপাতালে নেওয়া হয়েছিল কারণ আমি অসুস্থ বোধ করছিলাম। এখন আমি খুবই ভালো আছি,’ বলেন তিনি।
সম্প্রতি বিগ বস সেটে তাকে সহশিল্পী গৌতম গুলাতির সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা যাচ্ছে।
সোয়ার্স আরও বলেন, ‘চুম্বনের কারণে কেউ গর্ভবতী হয় না। এটা শুধুই গুজব যা বাতাসে ভেসে বেড়াচ্ছে।’
মন্তব্য চালু নেই