লিবিয় উপকূল থেকে ৭৪ শরণার্থীর লাশ উদ্ধার
লিবিয় উপকূল থেকে মঙ্গলবার সকালে কমপক্ষে ৭৪জন শরনার্থীর মরদেহ উদ্ধার করেছেন রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা।
লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর জাওইয়ার উপকূল থেকে উদ্ধারকর্মীদের ৬ ঘণ্টার প্রচেষ্টায় এসব মরদেহ উদ্ধার হয়।
তাদের ধারণা, ভূমধ্য সাগরে আরও শরণার্থীর মরদেহ থাকতে পারে। খবর আল-জাজিরা ও গার্ডিয়ানের।
রেড ক্রিসেন্টের মুখপাত্র মোহাম্মদ আল-মিশরাতি গণমাধ্যমকে জানান, হতভাগ্যরা আফ্রিকার যুদ্ধপিড়ীত দেশগুলোর সহিংসতা থেকে বাঁচতে নৌকায় করে জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন।
তবে, তারা সাধারণত যে ধরনের নৌকায় করে পাড়ি জমায় তাতে ১২০জন যাত্রী বহন করা হয়। এ হিসেবে, তিনি আরও প্রাণহাণির আশংকা করছেন।
মন্তব্য চালু নেই