সিঙ্গাপুরের আকাশে বিরল ‘আগুনে রঙধনু’

আকাশে বিরল ‘আগুনে রঙধনু’ দেখে আনন্দ মেতেছে সিঙ্গাপুরের মানুষ। সোমবার বিকেলের দিকে বিরল এই রঙধনুর দেখা মেলে। প্রায় ১৫ মিনিট ধরে সিঙ্গাপুরের আকাশে দেখা যায় সে রঙধনু।

সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, অলক মেঘের (আইস-ক্রিস্টাল ক্লাউড) ভিতর দিয়ে সূর্যের আলো প্রতিসরিত হলে এই রঙধনু দেখা যায়।

ফাজিদা মোখতার নামে একজন বিবিসিকে বলেছেন, সোমবার বিকেল ৫টা ১০ মিনিটে তিনি প্রধম রঙধুনটি দেখতে পান।

তিনি বলেন, কমলা একটা বৃত্তের মতো কিছু দেখা যাচ্ছিল। এরপর সেটি বড় হতে শুরু করে। যতক্ষণে না সবগুলো রঙ দৃশ্যমান হয় ততক্ষণ সেটি বড় হতে থাকে। প্রায় ১৫ মিনিট এটি আকাশে ছিল। এরপর ধীরে ধীরে মিলিয়ে যায়।

বিরল এ রঙধনু দেখে সবাই খুব আনন্দ পেয়েছেন বলেও জানান তিনি।

বিষয়টি নিয়ে ফেসবুকে কেউ কেউ মজা করতেও ছাড়েননি।



মন্তব্য চালু নেই