কিম জং উনের ভাইকে বিষ প্রয়োগে হত্যা
উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সৎ ভাইকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। সোমবার মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে।
দক্ষিণ কোরিয়ার সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে টিভি চোসান নামে দেশটির একটি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, কুয়ালালামপুর বিমানবন্দরে দু্ই নারী কিম জং নামকে (৪৫) বিষ প্রয়োগ করেছে। ধারণা করা হচ্ছে, তারা দুজন উত্তর কোরিয়ার গোয়েন্দা সংস্থার কর্মী।
মালয়েশিয়ার পুলিশ জানিয়েছে, কুয়ালালামপুর বিমানবন্দর থেকে হাসপাতালে নেওয়ার পথে উত্তর কোরিয়ার এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তারা ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি।
কিম জং নাম উত্তর কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট কিম জং ইলের জ্যেষ্ঠ সন্তান। নাম তার জীবনের অধিকাংশ সময়ই উত্তর কোরিয়ার বাইরে কাটিয়েছে।
মন্তব্য চালু নেই