ইউনূসের ষড়যন্ত্রের নথি প্রকাশের দাবি আইনমন্ত্রীর
পদ্মা সেতুর অর্থায়ন বন্ধে ড. ইউনূস যে সব পদক্ষেপ নিয়েছিলেন সে সংক্রান্ত নথিপত্র প্রকাশ করা উচিত বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। রাজধানীর রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে মঙ্গলবার ল’ রিপোর্টার্স ফোরামের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নোত্তরে এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু নির্মাণে অর্থায়ন বন্ধের জন্য ড. ইউনূস জড়িত ছিলেন। সময় এসেছে এসব তথ্য জনগণের সামনে তুলে ধরার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে ক্ষমতায় আসার পর এ চক্রান্তকারীরা সক্রিয় হয়ে ওঠে। তারা সরকারের সফলতা বিনষ্ট করতে উঠে পড়ে লেগেছিল। পদ্মা সেতু নিয়ে দুর্নীতির মামলা যখন হয় তখন প্রধানমন্ত্রী আমাদের চুপ করে থাকতে বলেছিলেন। কানাডিয়ান আদালতে রায়ের পর আমরা তার সুফল পেয়েছি। এ রায়ের পর আমাদের দেশের মানুষের সম্মান আরো বৃদ্ধি পেয়েছে।
মন্তব্য চালু নেই