চবি উপাচার্য অবরুদ্ধ, প্রশাসনিক ভবনে তালা

নিহত ছাত্রলীগ কর্মী তাপস সরকারের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছে ছাত্রলীগের সিএফসি গ্রুপের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজিম আরিফকে অবরুদ্ধ করে রেখেছে বিক্ষুব্ধ ছাত্ররা।দুপুর সোয়া দুইটার দিকে প্রশাসনিক ভবনের সকল গেইটে তালা লাগানো সহ ব্যপক ভাঙচুর চালায় সিএফসি’র নেতাকর্মীরা।বিক্ষুব্ধ নেতাকর্মীরা জানায়,”তাপস হত্যার বিচারের দাবিতে আমরা প্রশাসনকে দুপুর একটা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলাম। কিন্তু উপাচার্য আমাদের কথায় কর্ণপাত না করে বরং এখনো পর্যন্ত হত্যাকারীদের মদদ দিয়ে যাচ্ছে”। ক্যাম্পাসে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হচ্ছে।সিএফসি গ্রুপের প্রায় দুই শতাধিক নেতাকর্মী জোড়ালো অবস্থান নিয়েছেন প্রশাসনিক ভবনের সামনে।


































মন্তব্য চালু নেই