পাবনা প্রেসক্লাবে বুদ্ধিজিবী দিবসে আলোচনা সভা

স্বাধীনতার পূর্ব মূহূর্তে এদেশের সূর্য্য সন্তানদের হত্যার মাধ্যমে জাতিকে মেধা শূন্য করার যে ষড়যন্ত করা হয়েছিল স্বাধীনতার ৪৩ বছেরেও তা অব্যহত রয়েছে। পাবনা প্রেস ক্লাবের আয়োজনে ক্লাবের ভি আই পি মিলনায়তনে শহিদ বুদ্ধিজিবি দিবসের আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পাবনা বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচায্য প্রফেসর ড. আল-নাকীব চৌধুরি, এ ছাড়ার শহিদ সরকারি বুলবুল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নুরুন্নবী, পাবনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক কলামিষ্ট রণেশ মৈত্র, প্রবিণ রাজনিতিবিদ এ্যাড. আমজাদ হোসন, পাবনা ডায়াব্রেটিকস সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেবি ইসলাম, পাবনা প্রেসক্লাবের সম্পাদক আহমেল উল হক রানা বক্তব্য রাখেন। এ সময় সাংবাদিক, শিক্ষাবিদ, ডাক্তার আইনজীবি, রাজনৈতিক ব্যক্তি সহ গুনিজনেরা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই