এক শর্তে মামলা তুলে নেবেন হ্যাপী ( ভিডিও )
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করার অভিযোগে দায়ের করা মামলা তুলে নেয়ার ঘোষণা দিয়েছেন নায়িকা নাজনীন আক্তার হ্যাপী।
তবে এর জন্য একমাত্র শর্তটি হলো- তাকে বিয়ে করে ঘরে তুলে নিতে হবে।
রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষা শেষে মিরপুর থানায় এসে হ্যাপী সাংবাদিকদের সামনে তার এ শর্তের কথা জানান।
তিনি বলেন, ‘বিয়ে করলে রুবেলের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলা তুলে নেয়া হবে। তবে এর জন্য আমায় বিয়ে করা লাগবে।’
মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল বাংলামেইলকে এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, গতকাল শনিবার বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ করার অভিযোগে মিরপুর মডেল থানায় মামলা করেন অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপী। জানা যায়, জাতীয় ক্রিটেক দলের পেসার রুবেলের সঙ্গে তার দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। তবে এ ব্যাপারে রুবেলে কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
https://www.youtube.com/watch?v=-ux6YzL9fXc
মন্তব্য চালু নেই