টর্নেডো আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রে, জরুরি অবস্থা জারি
যুক্তরাষ্ট্রের লুজিয়ানা অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার বিকেলে কয়েকটি টর্নেডো আঘাত হেনেছে। এতে অন্তত ২৬ জন আহত ও ২শ’৫০টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, লুজিয়ানা অঙ্গরাজ্যের বৃহত্তম শহর নিউ অরল্যান্সের পূর্বাঞ্চলে ঘণ্টায় ১১১ মাইল থেকে ১৩৫ মাইল বেগে একটি টর্নেডো আঘাত হানে। এতে অন্তত ২৬ জন আহত হন।
জাতীয় আবহাওয়া সংস্থা আরও জানায়, টর্নেডোর আঘাতে ১০ হাজারের বেশি পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং ২৫০টি বাড়িঘর ও গাড়ি ধ্বংস হয়েছে।
প্রাকৃতিক এই দুর্যোগে ওই এলাকার বেশ কয়েকটি স্কুলও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেখানে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
লুজিয়ানার গভর্নর জন বি. এডওয়ার্ডস ওই এলাকায় জরুরি অবস্থা জারি করেছেন। -সিনহুয়া।
মন্তব্য চালু নেই