তিন দিনের শিশুর পা ভেঙে দিল হাসপাতাল কর্মী!

খুব কাঁদছে, বিরক্তিতে তিন দিনের শিশুর পা ভাঙলো হাসপাতাল কর্মী। উত্তরাখণ্ডের রুরকির এক হাসপাতালের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, আইসিইউতে শিশুটি কাঁদছিল। সেই সময় সেখানে প্রবেশ করে ওই হাসপাতাল কর্মী।

আচমকাই শিশুটির পা মটকে দেয় সে। অমন ছোট্ট শিশুর পায়ে নৃশংসভাবে আঘাত করায় শিশুটির পা ভেঙে যায়। আইসিইউ’র সিসিটিভি ফুটেজে এই ঘটনাটি সামনে আসে। জানা গিয়েছে, গত মাসের ২৮ তারিখ ওই হাসপাতাল কর্মী এই অমানবিক আচরণ করে।

ওই কর্মী কেন এমন কাজ করল তা নিয়ে যদিও তৈরি হয়েছে ধোঁয়াশা। সঠিকভাবে কেউই বলতে পারছেন না, দুধের শিশুর উপর আচমকা আক্রমণ করার কারণ কী! সিসিটিভি ফুটেজের ভিত্তিতে ওই কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখার জন্য তদন্ত কমিটি তৈরি করা হয়েছে বলেও জানা গিয়েছে।-সংবাদ প্রতিদিন



মন্তব্য চালু নেই