পাকিস্তানে জন্ম নিয়ে ভারতে ভোট দিলেন যে নারী!
পাকিস্তানে জন্ম হলেও তিনি জীবনের প্রথম ভোটটি দিলেন ভারতে! কারণ ভারতই যে তার শ্বশুরবাড়ি। শনিবার পাঞ্জাবে জীবনের প্রথম ভোট দিলেন পাকিস্তানি বংশোদ্ভূত তাহিরা মকবুল নামে এক নারী। ২০০৩ সালে পাঞ্জাবের গুরুদাসপুরের এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয় পাকিস্তানের নারী তাহিরা মকবুলের। ২২ বছর বয়স পর্যন্ত তিনি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদ জেলার বাসিন্দা ছিলেন। ভারতে বিয়ে হওয়ায় বর্তমানে তিনি ভারতের নাগরিক। ২০১৬ সালের এপ্রিলে এ দেশের নাগরিকত্ব পেয়েছেন তাহিরা। শনিবার পাঞ্জাবের ভোটে গুরুদাসপুরের কাদিয়ানে জীবনের প্রথম গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন তিনি।
তাহিরা আহমেদিয়া মুসলিম সম্প্রদায়ের। পাকিস্তানে এই সম্প্রদায়কে ইসলাম হিসেবে গণ্য করা হয় না। সে দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য পৃথক ৫ শতাংশ সংরক্ষিত আসনেই ভোট দিতে হয় আহমেদিয়া মুসলিম সম্প্রদায়কে। কিন্তু তাহিরা নিজেকে বরাবর মুসলমান হিসেবেই বিশ্বাস করেন। তাই পাকিস্তানে তিনি ভোটই দেবেন না ঠিক করেন। ভারতে বিয়ে হওয়ার পর এখন ৩৫ বছরের তাহিরা স্বচ্ছন্দ্যে ভোট দিলেন। ভোট দিয়ে তাহিরা বলেন, ‘ভোটের দিন আমার কাছে ঈদের মতো। ভারতীয় হওয়ার পর আমি এখন ভারতীয় গণতান্ত্রিক ব্যবস্থার একজন গর্বিত নাগরিক। সূত্র: এই সময়।
মন্তব্য চালু নেই