আবারও পুতিনের পক্ষে সাফাই ট্রাম্পের
নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমের পুতিনের পক্ষে সাফাই গাইলেন । ট্রাম্প বলেছেন, তিনি পুতিনকে শ্রদ্ধা করেন এবং রাশিয়ার পাশে থাকাটা পছন্দ করেন।
রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে যে হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে শনিবার ফক্স নিউজকে সাক্ষাৎকার দেওয়ার সময় ট্রাম্পের কাছে সে বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হয়েছিল। পুতিনের পক্ষাবলম্বন করে তিনি এ সময় বলেন, ‘অনেক হত্যাকারীই আছে। আমাদের দেশেও অনেক হত্যাকারী আছে। এ ব্যাপারে আপনি কী মনে করেন? আমাদের দেশ একেবারেই নিস্পাপ?’
ট্রাম্প বলেন, ‘আমি তাকে শ্রদ্ধা করি। অবশ্য আমি অনেক লোককেই শ্রদ্ধা করি। তার মানে এই নয় যে, আমি তার পাশে গিয়ে দাঁড়াব। সে তার দেশের নেতা। আমি মনে করি রাশিয়ার পাশে দাঁড়ানোটাই অনেক ভাল।’
ইসলামি সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়া সহযোগিতা করতে চাইছে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন,‘রাশিয়া যদি আইএসের বিরুদ্ধে লড়াইয়ে, যা বেশ গুরুত্বপূর্ণ লড়াই এবং বৈশ্বিক ইসলামি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের সহযোগিতা করে তাহলে সেটা বেশ ভালো হবে। আমি কি তার পাশে দাঁড়াব? এ ব্যাপারে আমার কোনো ধারণা নেই।’
প্রসঙ্গত, নির্বাচনী প্রচারণার সময় থেকেই পুতিনের প্রশংসা করে আসছেন ট্রাম্প। পুতিনও ট্রাম্পের প্রশংসা করতে ছাড়েন না।
মন্তব্য চালু নেই