ছুড়ে ফেলে দেওয়া হবে বিচারকের মত : ট্রাম্প

ট্রাম্প যে ভাবেই হোক সাত দেশের ওপর চাপানো নিষেধাজ্ঞা কার্যকর করবেনই। ফেডারাল বিচারক যতই বলুন, নির্দেশ তাতে বদলাবে না একটুও।

টুইটারে মুসলিম দেশের ওপর চাপানো নিষেধাজ্ঞা নিয়ে দৃঢ় প্রতিজ্ঞ ট্রাম্প জানিয়ে দিলেন এই মত।

কয়েকদিন আগেই ট্রাম্প পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন, সাতটি মুসলিম দেশের নাগরিকরা আমেরিকায় ঢুকতে পারবেন না। সেই নির্দেশেই স্থগিতাদেশ দিয়েছিলেন আমেরিকার ফেডারাল বিচারক জেমস রবার্ট। ট্রাম্প তার উত্তরে টুইটারে লিখলেন, বিচারকের এই সিদ্ধান্তের ফলে আর আইনের শাসন থাকবে না আমেরিকায়। এই সিদ্ধান্ত খুবই হাস্যকর। দ্রুত ছুড়ে ফেলে দেওয়া হবে ওই বিচারকের মত।

ইতিমধ্যে, ট্রাম্পের মত না মেনেই, সব বিমান সংস্থা জানিয়ে দিয়েছে, নিষেধাজ্ঞা আরোপ করা ৭টি দেশ থেকে যাত্রী পরিবহণের কাজ করবে তারা। ফেডারাল বিচারকের সিদ্ধান্তে এই নিয়মটিকেই চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলা হয়েছে, এতদিন যেভাবে ওই দেশগুলি থেকে লোক আসা যাওয়া করত, এখনো সে ভাবেই করবে। সূত্র: আজকাল।



মন্তব্য চালু নেই