ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ
ইরানের মাঝারি পাল্লার একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আজ মঙ্গলবার জরুরি বৈঠকে বসতে যাচ্ছে। কূটনীতিকরা এ তথ্য জানিয়েছেন।
ইসরাইলের রাষ্ট্রদূত নিরাপত্তা পরিষদের পদক্ষেপ গ্রহণে জাতিসংঘের প্রতি আহ্বান জানানোর পর যুক্তরাষ্ট্র এ ব্যাপারে জরুরি আলোচনার অনুরোধ জানায়।
মার্কিন মিশনের এক বিবৃতিতে বলা হয়, ২৯ জানুয়ারি ইরান মাঝারি পাল্লার একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোয় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিরাপত্তা পরিষদে জরুরি আলোচনার অনুরোধ জানানো হয়।
গ্রীনিচ মান সময় সকাল ১০টায় সিরিয়া বিষয়ে নির্ধারিত আলোচনার পর ইরান বিষয়ে আলোচনা হবে।
ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ডানন বলেন, এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা জাতিসংঘ প্রস্তাবের সরাসরি লঙ্ঘন। কারণ, জাতিসংঘ প্রস্তাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো থেকে ইরানকে বিরত থাকার কথা বলা হয়েছে।
মন্তব্য চালু নেই