‘কুকুর স্বর্গে যাবে’
সমকামিতা, অবিবাহিত প্রেমিক যুগল ও স্টিফেন হকিংয়ের বিগ ব্যাং তত্ত্ব নিয়ে আগেই ওকালতি করেছেন ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস।
এবার কুকুরপ্রেমী হিসেবে নিজেকে প্রমাণ করলেন তিনি। প্রাণী অধিকার রক্ষা, পশুহত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়া ব্যক্তিদের খাতায় নামও লেখালেন পোপ ফ্রান্সিস।
এক ছোট্ট বালকের পোষা কুকুর মারা যাওয়ার পর তাকে সান্ত্বনা দিতে গিয়ে শুক্রবার সেন্ট পিটার স্কয়ারে সমবেত জনতার উদ্দেশে পোপ বলেন, ‘ঈশ্বরের সব ভালো সৃষ্টির জন্য স্বর্গ উন্মুক্ত রয়েছে। প্রাণীদের ক্ষেত্রেও তাই।’
পোপের এ বক্তব্যে ছেলেটি স্বাভাবিক হতে পেরেছে কি না, সেটা নিশ্চিত নয়। তবে পোপের এ বক্তব্যকে স্বাগত জানিয়েছে প্রাণী অধিকার সংগঠনগুলো। যদিও ক্যাথলিক চার্চের রক্ষণশীল ধর্মযাজকরা এ আগে অনেকবার দাবি করেছেন, প্রাণী স্বর্গে যেতে পারবে না। কারণ, তাদের মধ্যে কোনো মানবিক আত্মা নেই।
কিন্তু পোপ ফ্রান্সিস প্রথম থেকেই রক্ষণশীলতা থেকে বেরিয়ে প্রগতিশীল ধ্যান-ধারণা বিশ্বে ছড়িয়ে দিচ্ছেন। সব ধর্মে সমকামী বিয়েকে জঘন্য অপরাধ বললেও পোপ এটাতে সমর্থন জানিয়ে ব্যাপক আলোচনায় এসেছিলেন।
যুক্তরাষ্ট্রের সর্ববহৎ প্রাণী রক্ষা সংগঠন হিউম্যান সোসাইটির জ্যেষ্ঠ পরিচালক ক্রিস্টিন গুটলিবেন বলেন, ‘পোপের এ ঘোষণার পর মেসেজে আমার ইনবক্স ভর্তি হয়ে গেছে। এ বিষয়ে তারা বিভিন্ন ইতিবাচক বক্তব্য তুলে ধরেছেন।’ প্রাণী রক্ষায় পোপের এ বক্তব্য কাজে দেবে বলে মনে করেন তিনি।
তথ্যসূত্র : দ্য আইরিশ টাইমস।
মন্তব্য চালু নেই