ওবামার রেখে যাওয়া চিঠিতে কী আছে?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার জন্য বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা একটি ঐতিহ্যবাহী চিঠি রেখে গেছেন।

তবে চিঠিতে কী লেখা রয়েছে তা বিশ্বকে জানাবেন না বলে জানিয়েছেন ট্রাম্প।খবর ডেইলি মেইলের।

রোববার হোয়াইট হাউসে তার প্রশাসনের সিনিয়র কর্মকর্তাদের এক শপথ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘ আমি ওভাল অফিসে যাওয়া মাত্রই প্রেসিডেন্ট ওবামার রেখে যাওয়া এ সুন্দর চিঠিটি পেয়েছি।’

এ সময় ট্রাম্প হাসতে হাসতে বলেন, ‘চিঠিতে কী আছে, তা আমরা সংবাদ মাধ্যমকেও বলবো না’।

গত শুক্রবার প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প শপথ গ্রহণ করার আগে ওবামাকে প্রেসিডেন্ট হিসেবে ওভাল অফিসেই চূড়ান্ত মূহুর্ত কাটাতে দেখা গেছে।

একই দিন যুক্তরাষ্ট্রের জাতীয় আর্কাইভ থেকে ২০০৯ সালে ওবামার দায়িত্ব গ্রহণকালে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের লেখা একই ধরনের চিঠি প্রকাশ করা হয়েছে।

হয়তো ট্রাম্প তাকে লেখা ওবামার উপদেশের কথা প্রকাশ করবেন না। তবে বুশের চিঠির ভাষ্য জানা গেছে।

প্রেসিডেন্ট হিসেবে ওবামাকে অভিনন্দন জানিয়ে এর দায়িত্বকালকে জীবনের সবচেয়ে আনন্দের সময় বলে উল্লেখ করেন বুশ।

প্রেসিডেন্টের দায়িত্বকালে সমালোচকদের কথা ক্রুদ্ধ করবে এবং বন্ধুরা হতাশ করবে বলে ওবামাকে সতর্ক করেছিলেন বুশ।

তবে ওবামা আশ্বস্ত করে তিনি বলেন, ‘তবে আপনাকে সর্বশক্তিমান প্রভু প্রশান্তি দেবেন’।’

এছাড়াও ‘আপনাকে ভালোবাসে এমন পরিবার,এদেশ ও আমি আপনার শুভকামনা করি’ বলে উল্লেখ করেন বুশ।

তিনি আরও লিখেছিলেন, সামনে যে পরিস্থিতিই আসুক না কেন প্রেসিডেন্ট হিসেবে যে জনগণকে নেতৃত্ব দিতে যাচ্ছেন তাদের চরিত্র ও সহানুভূতির মাধ্যমে অনুপ্রাণিত হবেন।



মন্তব্য চালু নেই