নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প
ইরানের পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করতে ইসরায়েলের প্রেসিডেন্ট বেনজামিন নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর এএফপির।
রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, সামনের মাসে ওয়াশিংটনে সফর করার জন্য নেতানিয়াহুকে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। দায়িত্ব নেবার পর প্রথম আলাপচারিতায় ট্রাম্পের তরফ থেকে এমন প্রস্তাব পেলেন নেতানিয়াহু।
বিবৃতিতে জানানো হয়েছে, ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুকে ওয়াশিংটনে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। নেতানিয়াহু কিছুদিনের মধ্যেই ওয়াশিংটনে সফরের সময় ঠিক করবেন বলেও জানানো হয়েছে।
ট্রাম্প শপথ গ্রহণের পর টেলিফোনে নেতানিয়াহুর সঙ্গে আলাপ হয়েছে তার। আলাপকালে দু’নেতাই ইরানের হুমকির এবং আঞ্চলিক ইস্যু নিয়ে আলাপ-আলোচনা করতে সম্মত হয়েছেন।
দেশে শান্তি এবং নিরাপত্তা বজায় রাখতে ট্রাম্পের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন নেতানিয়াহু।
মন্তব্য চালু নেই