২২ বছর শাসনের পর গাম্বিয়া ছাড়লেন ইয়াহিয়া

গাম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট ইয়াহিয়া জামেহ অবশেষে দেশ ছেড়েছেন। নির্বাসনের মাধ্যমে তার ২২ বছরের শাসনের অবসান ঘটেছে।

পশ্চিম আফ্রিকার আঞ্চলিক গ্রুপ ইকোওয়াস এ তথ্য জানিয়েছে।

ইয়াহিয়া বিমানযোগে প্রথমে গিনিতে যান। সেখান থেকে তিনি ইকুটোরিয়াল গিনিতে পৌঁছান। এখানেই তিনি তার নির্বাসিত জীবন কাটাবেন।

ডিসেম্বরের নির্বাচনে আদামা ব্যারোর কাছে ইয়াহিয়া পরাজিত হন। তবে তিনি নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করেন এবং ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানান।

পরে জাতিসংঘের সমর্থনে সেনেগালসহ পশ্চিম আফ্রিকা জোটভুক্ত দেশগুলোর সামরিক হস্তক্ষেপের মুখে ক্ষমতা ছাড়তে রাজি হন ইয়াহিয়া।

নতুন প্রেসিডেন্ট আদাম ব্যারো সেনেগালে আছেন। তিনি শিগগিরই গাম্বিয়ায় ফিরে আসবেন বলে জানিয়েছেন।

এদিকে ইয়াহিয়ার শাসনামলে মানবাধিকার লংঘনের অভিযোগ তদন্ত করতে আদাম ব্যারো একটি কমিটি গঠন করবেন বলে জানিয়েছেন।



মন্তব্য চালু নেই