ট্রাম্পকে বন্ধু হওয়ার আহ্বান জানিয়েছে চীন

শত্রু নয় তবে এবার ডোনাল্ড ট্রাম্পের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছেন চীন। তবে পুঁজিপতি এক প্রেসিডেন্টের শপথের পর বিশ্বের সবচেয়ে ধনী দুটি দেশের মধ্যে যে সংঘর্ষের তৈরি হবে তেমনই ধারণা অনেকের।

গত নভেম্বরে ট্রাম্পের নির্বাচনের পর থেকেই চীনের সঙ্গে নানান বিষয়ে দূরত্ব তৈরি হয়েছিলো আমেরিকার। তবে আমেরিকার ৪৫ তম প্রেসিডেন্টের নির্বাচনের মধ্যে দিয়ে আবার নতুন করে বন্ধুত্বের পরিবেশ তৈরি হবে বলে মনে করছে চীনা।

এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র হুয়া চুনইং সাংবাদিকদের বলেন, ‘দুই পক্ষকেই বন্ধু ও সহযোগি হওয়ার চেষ্টা করতে হবে, প্রতিযোগি বা শত্রু হওয়ার বদলে।’

দি গ্লোবাল টাইমস নামে কমিউনিস্ট পার্টি পরিচালিত একটি ট্যাবলয়েড আশা প্রকাশ করেন, নতুন প্রসিডেন্ট একটি ভালো পৃথিবী গঠন করবেন, সঙ্গে তিনি দায়িত্ববোধজ্ঞানও প্রকাশ করবেন যেটা কিনা তার ক্ষমতার সঙ্গে সম্পর্কযুক্ত হবে।



মন্তব্য চালু নেই