ট্রাম্পের নামে ছোট্ট এই পতঙ্গের নামকরণ, কেন জানেন?

ক্ষুদ্র একটি পতঙ্গকে তার বিশেষ “চুলের স্টাইলের” কারণে মার্কিন নির্বাচিত-প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে নামকরণ করা হয়েছে। নিওপালপা ডোনাল্ডট্রাম্পি নামের ঐ পতঙ্গটিকে ক্যালিফোর্নিয়ায় আবিষ্কার করেছেন কানাডিয় গবেষক ভাজ্রিক নাজারি।

এই নামকরণের কারণ পতঙ্গটির মাথায় সোনালী রংয়ের আঁশ যেটি দেখতে অনেকটা ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত চুলের মত।

প্রেসিডেন্ট ওবামার সময়কালে তার নামে মোট ৯ টি প্রজাতির প্রাণীর নামকরণ করা হয়।

এই সম্মানের বিষয়ে মি. ট্রাম্প কী মনে করেন সেটি অবশ্য এখনো জানা যায়নি। বিশেষ করে যখন ক্ষুদ্র এই প্রাণীটি, যেটির পাখার দৈর্ঘ্য এক সেন্টিমিটারের মত, সেটির আবাসস্থল দক্ষিণ ক্যালিফোর্নিয়া এবং মেক্সিকোর বাহা ক্যালিফোর্নিয়া অঞ্চলে।

যদিও নাজারি বলছেন, তিনি আশা করেন এর ফলে মি. ট্রাম্প পরিবেশগত বিষয়গুলোতে আরো বেশি গুরুত্ব দিতে উৎসাহী হবেন।

গবেষক বলেন, আমি আশা করি তিনি যুক্তরাষ্ট্রে এধরণের ভঙ্গুর ইকোসিস্টেমের রক্ষণাবেক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। এধরণের ইকোসিস্টেমে অনেক ধরণের প্রজাতি রয়েছে যেগুলো এখনো আবিষ্কার হয়নি এবং এগুলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষা করতে হবে।

খান অব্যাহতি পাওয়ায় ক্ষুব্ধ অনেকে, কিন্তু আনন্দে ফেটে পড়ছেন সমর্থকেরা।



মন্তব্য চালু নেই