ভারতের পতাকার আদলে তৈরি ডোরম্যাট নিয়ে সমালোচনার ঝড়

অনলাইন বিক্রেতা অ্যামাজনের কানাডিয়ান ওয়েবসাইটে ভারতের পতাকার আদলে তৈরি একটি ডোরম্যাট বা পা মোছার কাপড় কে কেন্দ্র করে তীব্র সমালোচনা করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ।

তিনি টুইটারে লিখেছেন অ্যামাজনের উচিত শর্তহীন ক্ষমা প্রার্থনা করা। এবং অপমান সূচক পণ্যটি সরিয়ে ফেলা।

তিনি আরো বলেন ভারত অ্যামাজনের কর্মকর্তাদের বর্তমান ভিসা বাতিল করবে। এবং পরবর্তীতে আর ভিসা দেবে না।

তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি সিরিজ টুইট করেন। তিনি বলেন কানাডায় ভারতী হাই কমিশনকে বলেছেন অ্যামাজনের সাথে বিষয়টি নিয়ে কথা বলতে।

তৃতীয় একটি পক্ষের মাধ্যমে ডোরম্যাটটি বিক্রি করা হচ্ছিল সেটি বুধবার ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়।
অ্যামাজনে অন্যান্য দেশের পতাকার আদলে ডোরম্যাট বিক্রি করা হয় কিন্তু ভারতে পতাকার অবমাননা করা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে জেল, জরিমানার বিধান আছে।



মন্তব্য চালু নেই