জাতিসংঘকে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি পাকিস্তানের
ভারতের বিরুদ্ধে তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ করে জাতিসংঘের নবনির্বাচিত মহাসচিব অ্যান্টনিও গুতেরেজের হাতে ডসিয়ার তুলে দিল পাকিস্তান। জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মালিহা লোধি ‘ভারতের হস্তক্ষেপ ও সন্ত্রাসবাদ’ শীর্ষক এই ডসিয়ার তুলে দিয়েছেন মহাসচিবের হাতে।
সঙ্গে দিয়েছেন পাক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সরতাজ আজিজের একটি চিঠিও।
পাকিস্তান বিদেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বালুচিস্তান, উপজাতি অধ্যুষিত অঞ্চল এবং করাচিতে ভারতের সন্ত্রাসবাদী কার্যকলাপের প্রমাণ আছে এই ডসিয়ারে।
গত ২০১৫ সালের অক্টোবরে জাতিসংঘে তিনটি ডসিয়ার দেওয়া হয়েছিল। এরপর এই ডসিয়ার দেওয়া হলো। ডসিয়ারের সঙ্গে যে চিঠি দেওয়া হয়েছে, তাতে বালুচিস্তান থেকে গ্রেপ্তার গুপ্তচর কুলভূষণ যাদবের স্বীকারোক্তির কথা উল্লেখ করা হয়েছে। ভারতের কার্যকলাপ আন্তর্জাতিক আইনের বিরোধী। ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত জাতিসংঘের।
সূত্র: এবিপি
মন্তব্য চালু নেই