পাকিস্তানের ৭ সংস্থার বিরুদ্ধে আমেরিকার নিষেধাজ্ঞা জারি
পাকিস্তান দীর্ঘদিন ধরেই অস্বীকার করে আসছে যে, তারা কোনও পরমাণু অস্ত্র বা মিসাইল তৈরির কোন কাজ করে না। কিন্তু শনিবার একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানিয়েছে, পাকিস্তানের সাত সংস্থার বিরুদ্ধে পরমাণু ক্ষেপণাস্ত্র তৈরির অভিযোগ এনেছে আমেরিকা।
অন্যায় ভাবে পরমাণু অস্ত্র তৈরির জন্য আমেরিকা ওই পাকিস্তানী সাত সংস্থার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেদ্ধজ্ঞা জারি করেছে। মার্কিন প্রশাসন জাতীয় সুরক্ষা ও বিদেশ নীতির আওতায় ওই সাত পাক সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে। আমেরিকার বাণিজ্য দপ্তর ও এক্সপোর্ট অ্যাডমিনিষ্ট্রেশন রেগুলেশনস (ইএআর) পাকিস্তানের সেই সাত সংস্থাকে খুঁজে বের করেছে।
আহেদ ইন্টারন্যাশনাল, এয়ার ওয়েপন কমপ্লেক্স, ইঞ্জিনিয়ারিং সলিউশনস প্রাইভেট লিমিটেড, মেরিটাইম টেকনোলজি কমপ্লেক্স ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং–সহ এই সাত পাক সংস্থা কোনও আমদানি ও রপ্তানি না করতে পারে সেই দিকে নজর রাখবে আমেরিকা। এ ছাড়াও গোটা বিশ্ব জুড়ে পরমাণু অস্ত্র কমানোর কথা বলে আসছে আমেরিকা।
সূত্রঃ আজকাল
মন্তব্য চালু নেই