ভারতে হিজড়াদের প্রথম স্কুল
লেখাপড়া শুরু করে ঝড়ে পড়া হিজড়াদের লেখাপড়া শেষ করার সুযোগ দিতে ভারতের কোচি শহরে কেবল হিজড়াদের জন্য আবাসিক একটি বিদ্যালয় খোলা হয়েছে।
ভারতীয় সমাজে হিজড়াদের পদে পদে নানারকম বিড়ম্বনার মুখে পড়তে হয়। এসব কারণে স্কুলজীবন শুরু করার পর অর্ধেকের কাছাকাছি সংখ্যক শিক্ষার্থীকে ঝড়ে পড়তে হয়।
হিজড়াদের জন্য খোলা বিদ্যালয়টির নাম রাখা হয়েছে সহজ ইন্টারন্যাশনাল। ভারতে এটিই এ জাতীয় প্রথম বিদ্যালয়।
২৫-৫০ বছর বয়সী ১০ জন এখানে লেখাপড়ার সুযোগ পাবেন।
এ বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুত করা হবে। সাধারণত ১৫-১৬ ও ১৭-১৮ বছর বয়সে ওই পরীক্ষায় অংশে নেয় শিক্ষার্থীরা।
এ বিদ্যালয়ের পাঠ্যসূচিতে কিছু কারগরি বিষয়ও যুক্ত থাকবে।
হিজড়াদের অধিকারের বিষয়ে সোচ্চার ও স্কুলটির প্রধান বিজয়রাজা মালিকা বিবিসিকে বলেছেন, এ বিদ্যালয়ের লক্ষ হলো- হিজড়াদের জন্য মর্যাদাপূর্ণ জীবনের ব্যবস্থা করা ও তাদের ভালো চাকরি পাওয়ার জন্য সমর্থ করে তোলা।
এ পর্যন্ত ছয়জনকে এখানে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
মন্তব্য চালু নেই